মোঃ কাজল শেখ
সহকারী শিক্ষক (ইংরেজি)
Mobile: 01603701711 / Email: kajalshekjual@gmail.com
মোঃ কাজল শেখ, পিতা মোঃ আলাউদ্দিন শেখ, মাতা জুমিলা বেগম। তিনি ১৯৮৮ সালে ১৮ জুন নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি নিজ গ্রামে অবস্থিত সরকারি হাজী ইব্রাহিম আলমচাঁন মডেল স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে ২০০৪ সালে এস.এস.সি ও ২০০৬ সালে এইচ.এস.সি পাস করেন। পরবর্তিতে তিনি সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ থেকে যথাক্রমে ২০১৩ ও ২০১৫ সালে কৃতিত্বের সাথে অনার্স (ইংরেজি) ও মার্স্টাস (ইংরেজি) পাস করেন। তিনি NTRCA কর্তৃক সুপারিশ প্রাপ্ত হয়ে ২০২২ সালের ৩১শে জানুয়ারিতে দিঘীরপাড় মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক (ইংরেজী) পদে যোগদান করে অদ্যবধি তিনি উক্ত পদে সুনামের সহিত চাকুরি করছেন। তিনি দাখিল শাখার একজন এমপিও ভুক্ত শিক্ষক। তাহার ইনডেক্স নং - 00।