মোঃ মোফাজ্জল হোসেন
সহকারী শিক্ষক (বাংলা)
Mobile: 01733973706
মোঃ মোফাজ্জল হোসেন, পিতা মৃত আলফাজউদ্দিন খন্দকার, মাতা আনোয়ারা বেগম। তিনি ১৯৬৯ সালে ২১ জুন নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্ত্তিবাসদী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৮৬ সালে আড়াল জি.এল উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি পাস করেন এবং ১৯৯০ ও ১৯৯৩ সালে হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ থেকে কৃতিত্বের সাথে যথাক্রমে এইচ.এস.সি ও বি.এ পাস করেন। তিনি ২০০১ সালে ঢাকা কলেজ থেকে ইসলামের ইতিহাসে এম.এ পাস করেন। তিনি ১৯৯৯ সালের ২০ মে তারিখে দিঘীরপাড় মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক (বাংলা) পদে  যোগদান করে অদ্যবধি তিনি উক্ত পদে সুনামের সহিত চাকুরি করছেন। তিনি দাখিল শাখার একজন এমপিও ভুক্ত শিক্ষক। তাহার ইনডেক্স নং - D৩৪৬৪১৬।

ভদ্রভাষা আর নম্র ব্যবহার করলে
মূর্খরা ভাবে লোকটি দূর্বল
কিন্তু আসলে সে জানেনা
এই গুনটি অর্জন করা কত কঠিন।