মোঃ মাহবুবুর রহমান
এবতেদায়ী মৌলভী
Mobile: 01912831012/ Email: mahbuburrahmanchandpur@gmail.com
মোঃ মাহবুবুর রহমান, পিতা মৃত আব্দুল লতিফ মিয়াজী, মাতা মৃত মূলকুতিন নেছা। তিনি ১৯৭৪ সালে ৭ ডিসেম্বর চাঁদপুর জেলাধীন চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর রঘুনাথপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি শাহতলী আলীয়া মাদ্রাসা, চাঁদপুর থেকে ১৯৮৯ সালে দাখিল, ১৯৯২ সালে আলিম এবং ১৯৯৭ সালে ফাজিল  পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেন। । তিনি ১৯৯৬ সালের ১৬ সেপ্টেম্বর  দিঘীরপাড় মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায়  এবতেদায়ী মৌলভী পদে যোগদান করে অদ্যবধি তিনি উক্ত পদে সুনামের সহিত চাকুরি করছেন। তিনি এবতেদায়ী শাখার একজন এমপিও ভুক্ত শিক্ষক। তাহার ইনডেক্স নং - D৩৪৬৪১৯।