নাজমুন্নাহার রিপা
সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান)
Mobile: 01780035033 / mail: nnripa87@gmail.com
নাজমুন্নাহার রিপা, পিতাঃ মোঃ নজরুল ইসলাম , মাতাঃ রাশিদা বেগম । তিনি ১৯৮৭ সালে ১০ সেপ্টেম্বর, বরগুনা জেলাধীন ,আমতলি উপজেলার আমতলি ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি নিজ আমতলী উপজেলায় অবস্থিত সরকারি আমতলী এ.কে. পাইলট হাঁই স্কুল থেকে কৃতিত্বের সাথে ২০০৪ সালে এস.এস.সি ও ২০০৬ সালে  আমতলী  বকুল নেছা মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন।পরবর্তিতে তিনি সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ থেকে ২০১০ সালে কৃতিত্বের সাথে বি.এ পাস করেন, ২০১৪ সালে ১০ম NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উর্ত্তিন হন এবং ২০১৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে বি.এড. ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৫ সালের ১২ জানুয়ারি দিঘীরপাড় মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) পদে যোগদান করে অদ্যবধি তিনি উক্ত পদে সুনামের সহিত চাকুরি করছেন।তিনি দাখিল শাখার একজন এমপিও ভুক্ত শিক্ষক। তাহার ইনডেক্স নং - ২১১১১৩৫।