এইচ.এম. তারিক
সহকারী শিক্ষক (গনিত)
Mobile: 01913780153 / Email: hmtariq153@gmail.com
এইচ.এম. তারিক, পিতা মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া, মাতা মীর নুরজাহান। তিনি ১৯৭৭ সালে ৩ ফেব্রুয়ারী টাঙ্গাইল জেলাধীন ঘাটাইল উপজেলার দেলদোয়ার ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৯২ সালে জামালপুর জেলাধীন সরিষাবাড়ী উপজেলার রানী দিনমনি মডেল হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি এবং ১৯৯৫ ও ১৯৯৭ সালে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার কলেজ থেকে কৃতিত্বের সাথে যথাক্রমে এইচ.এস.সি ও বি.এস.সি পাস করেন। । তিনি ২০০০ সালের ১০ ফেব্রুয়ারীতে দিঘীরপাড় মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক (গনিত) পদে যোগদান করে অদ্যবধি তিনি উক্ত পদে সুনামের সহিত চাকুরি করছেন। তিনি দাখিল শাখার একজন এমপিও ভুক্ত শিক্ষক। তাহার ইনডেক্স নং - D৩৪৮৫২৮।