আবুল হাসান
সহকারী শিক্ষক (কৃষি)
Mobile: 01912661932 / Email: 01912661932@gmail.com
আবুল হাসান, পিতাঃ আফায উদ্দিন , মাতাঃ চন্দ্র ভানু । তিনি ১৯৮২ সালে ১ জানুয়ারী, বরগুনা জেলাধীন ,আমতলি উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি নিজ আমতলী উপজেলায় অবস্থিত সরকারি আমতলী এ.কে. পাইলট হাঁই স্কুল থেকে কৃতিত্বের সাথে ১৯৯৭ সালে এস.এস.সি ও ১৯৯৯ সালে  আমতলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। পরবর্তিতে তিনি সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ থেকে ২০০৩ সালে কৃতিত্বের সাথে বি.এস.সি পাস করেন এবং ২০১৮ সালে উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে বি.এড. ডিগ্রি অর্জন করেন। তাছাড়াও তিনি ২০০৫ সালে NTRCA ১ম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে কৃষিতে নিবন্ধন ধারী হন। তিনি ২০০৪ সালের ২১ ডিসেম্বর দিঘীরপাড় মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক (কৃষি) পদে যোগদান করে অদ্যবধি তিনি উক্ত পদে সুনামের সহিত চাকুরি করছেন। তিনি দাখিল শাখার একজন এমপিও ভুক্ত শিক্ষক। তাহার ইনডেক্স নং - ২০১৪৩৩৬।

“আমি এমন কি কাজ করে গেলাম

যার জন্য মৃত্যুর পর মানুষ আমাকে স্বরন করবে।”