আঃ হাই
সহকারী মৌলভী
Mobile: 01732838602, 01611413297 / Email: abdulhaidmidm@gmail.com
মোঃ আব্দুল হাই, পিতা ক্বারী নুর মোহাম্মাদ, মাতা ফাতেমা বেগম। তিনি ১৯৭৭ সালে ১লা জানুয়ারী চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার ১২নং চর দুঃখীয়া ইউনিয়নের চরচন্না গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি লড়াইর চর মদিনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৯৯২ সালে দাখিল, ১৯৯৪ সালে আলোনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম এবং ১৯৯৬ সালে ফাজিল পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেন। তিনি ১৯৯৭ সালের ২৫ অক্টবর দিঘীরপাড় মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী পদে যোগদান করে অদ্যবধি তিনি উক্ত পদে সুনামের সহিত চাকুরি করছেন। তিনি দাখিল শাখার একজন এমপিও ভুক্ত শিক্ষক। তাহার ইনডেক্স নং - D৩৪৬৪১৪।

“অন্য কারোর জন্য অপেক্ষা করোনা,
তুমি যা করতে পারো সেটা করো,
কিন্তু অন্যের উপর ভরশা করিও না।”

“যারা নতুন কিছু খোজেনা,
একদিন তারেকেও কেউ খুজবেনা।”