মোঃ কাউছার আহমাদ
সহ-সুপারিনটেনডেন্ট
Mobile: 01718470774/01958457050
জনাব মোঃ কাউছার আহমাদ মজুমদার
পিতাঃ মরহুম মোঃ আমির হোসেন মজুমদার
মাতাঃ ছাকিনা বেগম
স্থায়ী ঠিকানাঃ গ্রাম-ডুমুরিয়া, ডাকঘর-ডুমুরিয়া, উপজেলা-কচুয়া, জিলা-চাঁদপুর
কর্মস্থলঃ দিঘীরপাড় মোহাম্মদীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, পুরা, টংগিবাড়ী, মুন্সীগঞ্জ।
তিনি ফরিদপুর জিলার আজিজুল উলুম দাখিল মাদ্রাসায় ১-১-১৯৯১ ইং থেকে ০৯-০৫-২০০১ ইং তারিখ পর্যন্ত অত্যন্ত সুনামের সহিত চাকরী করিয়াছেন। তিনি অত্র মাদ্রাসায় ১০-০৫-২০০১ ইং তারিখে সহ-সুপার পদে অত্যন্ত সম্মানের সহিত চাকরী করিয়া আসিতেছেন। তার ইন্ডেক্স নং - ৩৩৬২১২।
শিক্ষাগত যোগ্যতাঃ- কাদলা সিনিয়ার ফাজিল মাদ্রাসা থেকে ১৯৮২ সনে দাখিল পরীক্ষায় ২য় বিভাগ এবং একই মাদ্রাসা খেকে ১৯৮৪ সনে আলিম পরীক্ষায় ২য় বিভাগ এবং ১৯৮৬ সনে ফাজিল পরীক্ষায় অংশগ্রহন করে ২য় বিভাগে উর্ত্তিন হইয়াছেন।
ঢাকা মোহাম্মদপুর কাদেরীয়া তৈয়্যেবিয়া আলীয়া মাদরাসা থেকে ১৯৮৮ ইং সনে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় ২য় বিভাগে উর্ত্তিন হয়েছেন। অতপর সরকারী রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে বি.এ ও এম.এ পরীক্ষায় ২য় বিভাগে উত্তির্ন হইয়াছেন।