মুহাঃ হেমায়েত উদ্দিন
এবতেদায়ী ক্বারী
Mobile: 01740964904
মুহাঃ হেমায়েত উদ্দিন, পিতা মৃত মুহাঃ আঃ গনি গাজী, মাতা শামেত বিবি। তিনি ১৯৭৯ সালে ০১ মার্চ বরগুনা জেলাধীন আমতলি উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বালিয়াতলী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলাধীন টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর মূলচর গ্রামের একজন স্থায়ী বাসীন্দা। তিনি ১৯৯৩ খৃষ্টাব্দে ধীপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা হতে দাখিল, ১৯৯৫ খৃষ্টাব্দে একই মাদ্রাসা হতে আলিম, ১৯৯৬ খৃষ্টাব্দে ইসলামপুর কামিল মাদ্রাসা হতে মুজাব্বিদ (বহিরাগত), একই মাদ্রাসা হতে ১৯৯৭ খৃষ্টাব্দে ফাজিল এবং ১৯৯৯ খৃষ্টাব্দে কামিল পাশ করেন। তিনি ২০০০ খৃষ্টাব্দে ১০ ফেব্রুয়ারী হতে অধ্যবধি দিঘীরপাড় মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী ক্বারী পদে সুনামের সাথে কর্মরত আছেন। তিনি এবতেদায়ী শাখার একজন এমপিও ভুক্ত শিক্ষক। তাহার ইনডেক্স নং - D৩৪৮৮৮৩।