মাদরাসার নামঃ দিঘীরপাড় মোহাম্মাদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা,
মাদরাসার ঠিকানাঃ গ্রাম-পুরা,পোঃ পুরা, উপজেলাঃ টঙ্গীবাড়ি,জেলাঃ মুন্সীগঞ্জ,
প্রতিষ্ঠাতার নামঃ হযরত মাওলানা আঃ রহমান রাহমাতুল্লাহি আলাইহি ওরেফে নওয়াব আলী মাওলানা,
প্রতিষ্ঠাকালঃ ০১-০১-১৯৪৬ ইং।
মুন্সীগঞ্জ জেলাধীন টঙ্গীবাড়ী উপজেলার প্রানকেন্দ্র দিঘীরপাড় ইউনিয়নে দিঘীরপাড় মোহাম্মদীয়া ইসলামিয়া মাদরাসা নামে একটি ধর্মীয় ক্ষিাপ্রতিষ্ঠান ১৯৪৬ ইং সনে অত্র এলাকায় সুনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা আঃ রহমান (রহঃ) ওরেফে নোয়াব আলী মাওলানা দ্বীন শিক্ষা সম্প্রসারনের জন্য স্থাপন করেন। উক্ত মাদ্রাসাটি সুনামের সহিত তিনি সুচারুরুপে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব নিয়ে পরিচালনা করেন। তিনি জনগনের সার্বিক সহযোদিতায় ০১-০১-১৯৪৬ ইং সন থেকে ১১-০৮-১৯৮৩
বিস্তারিত